Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

মৎস্য ডিপ্লোমা ইনস্টিটিউট, সিরাজগঞ্জে আপনাকে স্বাগতম। 


অফিস প্রধান

প্রিন্সিপালের জীবন বৃতান্ত


জনাব মোঃ বদরুজ্জামান মানিক



জনাব মোঃ বদরুজ্জামান মানিক ০৬  অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দে মৎস্য ডিপ্লোমা ইনস্টিটিউট, সিরাজগঞ্জের  প্রিন্সিপাল পদের দায়িত্বভার গ্রহণ করেন। এ পদে যোগদানের পূর্বে তিনি    জেলা মৎস্য কর্মকর্তা  হিসেবে মৎস্য  অধিদপ্তর, মৎস্য ভবন, রংপুর এ দায়িত্ব পালন করেন। জনাব মানিক নীলফামারী জেলায় এক মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি নীলফামারী  জেলায় মাধ্যমিক এবং উচ্চ মাধ্যামিক সম্পন্ন করেন। পরবর্তীতে তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ হতে মৎস্য বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন।

জনাব মোঃ বদরুজ্জামান মানিক ২১তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বিসিএস (মৎস্য) ক্যাডারে যোগদান করেন। তিনি মৎস্য অধিদপ্তরের উপজেলা মৎস্য কর্মকর্তা, খামার ব্যবস্থাপক, সহকারী পরিচালক সিনিয়র সহকারী পরিচালক, জেলা মৎস্য কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন।

তিনি দেশে এবং বিদেশে মৎস্য, প্রশিক্ষণ ব্যবস্থাপনা, প্রকল্প প্রণয়ন ও বাস্তবায়ন বিষয়ে বিভিন্ন প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। তিনি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সাথে জড়িত।

ব্যক্তি জীবনে তিনি এক পুত্র ও দুই কন্যা সন্তানের জনক।