Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

মৎস্য ডিপ্লোমা ইনস্টিটিউট, সিরাজগঞ্জে আপনাকে স্বাগতম। ১৩ নভেম্বর ২০২৩ খ্রি. সকাল ১০ টার পরীক্ষা ১৪ নভেম্বর ২০২৩ খ্রি. রোজ মঙ্গলবার সকাল ১০ হবে । সূত্র- বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড, ঢাকা।


এক নজরে



মৎস্য ডিপ্লোমা ইনস্টিটিউট, সিরাজগঞ্জ, সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলার আজগড়ায় অবস্থিত। এর আয়াতন প্রায় ৭ একর। ২৫ এপ্রিল ২০১৯ খ্রি. ভিডিও কনফারেন্সের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা মৎস্য ডিপ্লোমা ইনস্টিটিউট, সিরাজগঞ্জ এর শুভ উদ্বোধন করেন। এখানে রয়েছে প্রশাসনিক ভবন, একাডেমিক ভবন, প্রিন্সিপালের বাসভবন, ইন্সট্রাক্টর ডরমেটরি, স্টাফ ডরমেটরি, ছাত্রের জন্য ছাত্রাবাস, ছাত্রীদের জন্য ছাত্রীনিবাস, মসজিদ ও মৎস্য হ্যাচারী।

একাডেমিক ভবনে রয়েছে  শ্রেণি কক্ষ, মৎস্য ল্যাব, কম্পিউটার ল্যাব, জীব বিজ্ঞান ল্যাব ও রসায়ন-পদার্থ বিজ্ঞান ল্যাব ও লাইব্রেরি। প্রতি সেমিস্টারে ডিপ্লোমা ইন ফিসারিজ শিক্ষা ক্রমে ৫০ জন করে শিক্ষার্থী ভর্তি করা হয়। ছাত্র-ছাত্রীদের খেলাধুলার জন্য রয়েছে খেলার মাঠ, রয়েছে তিনটি পুকুর। ছাত্রাবাস ও ছাত্রীনিবাসে রয়েছে আধুনিক জিমনেশিয়াম ও কমন রুম।